ঢাকা
পুরান ঢাকার বংশালে ভয়াবহ আগুন
ঢাকা, ১৮ মার্চ – পুরান ঢাকার বংশালের নিমতলী এলাকায় প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
শুক্রবার বিকেল ৫টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল ৪টা ৫৩ মিনিটে বংশালের নিমতলী আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লাগার সংবাদ আসে।
মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৮মিনিটে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৪ টি ইউনিট কাজ করছে। বিস্তারিত ঘটনা পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ মার্চ