ফুটবল

নেইমারের প্রস্তাব নিয়ে বার্সার দুয়ারে পিএসজি!

ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা চলতি মৌসুমে লিগে মাত্র পাঁচ গোল করেছেন। তার ফর্মে ফেরার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না। সেজন্য পিএসজি নেইমারকে বিক্রি করে দিতে চায়। এই খবরও পুরনো হয়ে গেছে।

নতুন খবর হলো নেইমারকে কেনার প্রস্তাব নিয়ে বার্সেলোনার কাছে গেছে পিএসজি। ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম ফুট মার্কাতো দিয়েছে এমনই সংবাদ। তাদের মতে, নেইমারের ওপর থেকে চাপ কমাতে চায় প্যারিসিয়ানরা।

শুধু নেইমারের দলবদলের খবর নয় ফুট মার্কেতো দিয়েছে আরও একটি খবর। উসমান ডেম্বেলে বার্সা ছেড়ে যাচ্ছেন পিএসজি। দুই পক্ষের মধ্যে মৌখিক আলাপও হয়ে গেছে। কত বছরের চুক্তি হবে, বেতন কতো হবে এসব নিয়ে সমঝোতায় পৌঁছেছে পিএসজি-ডেম্বেলে।

বার্সেলোনার সঙ্গে চলতি মৌসুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ডেম্বেলের। ফ্রি এজেন্টে ফ্রান্স ফরোয়ার্ড অন্য ক্লাবে যেতে পারবেন। কাতালানরা চাচ্ছেন বাঁ-পায়ের এই ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করতে। কিন্তু ডেম্বেলে ওই প্রস্তাবে রাজি নন।

সূত্র : সমকাল
এন এইচ, ১৭ মার্চ

Back to top button