জাতীয়

করোনা টিকার বিশেষ কর্মসূচি শুরু আজ

ঢাকা, ১৭ মার্চ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন কোটি ২৫ লাখ ডোজ করোনার টিকা দেওয়ার এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গতকাল বুধবার ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘টিকা নিয়ে প্রতিনিয়ত একটা মাইলফলক হয়।

কিছুদিন আগে এক দিনে এক কোটি ২০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। আমরা একটি প্রগ্রাম করছি। সেটি হবে বুস্টার ডোজ, দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজও বটে। এ কার্যক্রম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাল থেকে শুরু হবে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। ’

সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকার কোনো অভাব নেই, টিকা আমাদের যথেষ্ট রয়েছে। আট কোটির ওপরে টিকা আমাদের কাছে আছে। ’

মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আমরা ১২ কোটি ৬২ লাখ প্রথম ডোজ দিয়েছি। ৯ কোটি চার লাখ দ্বিতীয় ডোজ দিয়েছি। আর বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৫০ লাখ। সব মিলিয়ে ২২ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। আরো তিন কোটি ডোজ দিতে পারলে আমাদের মোট টিকা দেওয়ার সংখ্যা ২৫ কোটি পার হবে। অর্থাৎ দেশের মোট জনগণের ৭৫ শতাংশ এবং টার্গেটেড জনগোষ্ঠীর ৯৫ থেকে ১০০ শতাংশ মানুষ টিকা পাবে। ’

বেশি মানুষকে টিকার আওতায় আনতে পারায় দেশ লাভবান হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় লাভ মৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছে। ভ্যাকসিন দিতে পারায় স্কুল-কলেজ খুলে গেছে। ভ্যাকসিন দেওয়ার কারণে, মৃত্যু কমার কারণে আমাদের দেশের অর্থনীতি সচল, আমদানি-রপ্তানি ভালো চলছে। জিডিপি ৬ শতাংশের ওপরে রয়েছে, ভারতে এর চেয়ে কম রয়েছে। ‘

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৭ মার্চ

Back to top button