ইউরোপ

আরও একজন শীর্ষ রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের

কিয়েভ, ১৬ মার্চ – রাশিয়ার আরও একজন জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এ নিয়ে দেশটিতে চলমান রুশ আগ্রাসনে এ পর্যন্ত রাশিয়ার চার জেনারেলকে হত্যার দাবি করলো কিয়েভ। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো জানিয়েছেন, ১৫ মার্চ মঙ্গলবার মারিউপোলে ওলেগ মিতায়েভ নামের রুশ বাহিনীর একজন মেজর জেনারেল নিহত হয়েছেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে নিহত ওই কর্মকর্তারা একটি ছবিও প্রকাশ করেছেন আন্তন গেরাশচেঙ্কো। তবে এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তার দেশে আরও একজন রুশ জেনারেল নিহত হওয়ার কথা জানিয়েছেন। তবে তিনি তার নাম উল্লেখ করেননি।

আন্তন গেরাশচেঙ্কো জানিয়েছেন, নিহত ওই রুশ জেনারেল ৪৫ ও ১৫০তম মোটরাইজড রাইফেল ডিভিশনের নেতৃত্বে ছিলেন। সিরিয়ার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৬ মার্চ ২০২২

Back to top button