ইউরোপ

যুদ্ধবিরোধী সেই টিভি সাংবাদিককে জরিমানা করলো রাশিয়া

মস্কো, ১৫ মার্চ – লাইভ নিউজ প্রোগ্রামে যুদ্ধবিরোধী বিক্ষোভ করা রাশিয়ান সেই টেলিভিশন সাংবাদিককে জরিমানা করলো দেশটির একটি আদালত। একটি ‘অনুনোমোদিত গণ-ঘটনা ঘটানোর’ দায়ে তাকে ৩০ হাজার রুবল (প্রায় ২১৩ ইউরো) জরিমানা করা হয়।

বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, প্রতিবাদী আইন লঙ্ঘনের দায়ে মেরিনা ওভসায়ানিকোভা নামের ওই সাংবাদিককে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ইন্ডিপেন্ডেন্ট ওয়েবাসাইট মেডুজা বলেছে, তাকে বিক্ষোভের জন্য নয়, বিক্ষোভের আগে ভিডিওটিতে তার হাতে থাকা প্লেকার্ডের লেখার জন্য জরিমানা করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।

এর আগে সোমববার সন্ধ্যায় রাশিয়ার সরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এর সংবাদ পরিবেশনের সময় হঠাৎ করে এক নারী এসে যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ উপস্থাপকের পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই নারীকে। তার প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করো না, তারা মিথ্যা কথা বলছে’।

সূত্র: সমকাল
এম ইউ/১৫ মার্চ ২০২২

Back to top button