ক্রিকেট

মেয়েদের অর্জনে মাশরাফি-সকিব-তামিমদের উচ্ছাস

ঢাকা, ১৪ মার্চ – নিজেদের অভিষেক আসরেই বিশ্বকাপে ঐতিহাসিক জয় পাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল-অলরাউন্ডার সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি লিখেছেন, ‘অভিনন্দন। ‘ তামিম লিখেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে নারী জন্য থাকলো অভিনন্দন। সাবাশ বাংলাদেশ।

‘ এরপর বিসিবির মাধ্যমে এক ভিডিওবার্তায়ও তামিম অভিনন্দন জানিয়েছেন মেয়েদের। সাকিব লিখেছেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা। ‘

সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ে নারীদের অভিনন্দন। প্রথম জয়টা সবসময়ই বিশেষ। কি দারুণ ম্যাচ। আমাদের দলকে নিয়ে গর্বিত। ‘ অভিনন্দন জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও, ‘অনেক বড় মুহূর্ত। অভিনন্দন বাঘিনীরা। ‘ উল্লেখ্য, এই প্রথমবার ৫০ ওভারের নারী ক্রিকেট বিশ্বকাপে খেলতে গিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ রানের ঐতিহাসিক জয় পেয়েছে।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৪ মার্চ

Back to top button