সপরিবারে যুক্তরাষ্ট্র সফরে কাদের মির্জা
নোয়াখালী, ১৪ মার্চ – নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসা ও পারিবারিক সফরে আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছেন। রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আমিরাত এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তিনি সপরিবারে আমেরিকার উদ্দেশে রওনা হন।
তার সঙ্গে স্ত্রী আক্তার জাহান বকুল, ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক, মেয়ে মির্জা তাসনিম জাহান ফার্সা এবং মুছাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আইয়ুব আলী সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
মেয়র কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই।
নবনির্বাচিত চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আইয়ুব আলী জানান, চিকিৎসা ও পারিবারিক সফরে আমেরিকা যাচ্ছেন কাদের মির্জা। তিনি তাদের সঙ্গে যাচ্ছেন।
বসুরহাট পৌরসভা সূত্রে জানা যায়, তিনি ৩১ মার্চ দেশে ফিরে আসবেন।
সূত্র : যুগান্তর
এন এইচ, ১৪ মার্চ