বাংলাদেশ দুর্নীতিমুক্ত শান্তির দেশ: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ, ১৪ মার্চ – বাংলাদেশ উন্নয়নশীল দেশ ও দুর্নীতিমুক্ত শান্তির দেশ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার (১৪ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সেবা কার্যক্রম উদ্বোধনী আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, নেপাল, ভুটান, পাকিস্তান ও ভারত যেখানেই যাবেন বাংলাদেশের নাম সবার মুখে শুনবেন। তারা যতবার আমাদের দেশের নাম উচ্চারণ করেন, তাদের নিজেদের দেশের নামও এতবার উচ্চারণ করেন না। কারণ, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, দুর্নীতিমুক্ত শান্তির দেশ।
সভার শুরুতেই কেক কেটে শান্তিগঞ্জ উপজেলার নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সেবা কার্যক্রম উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে ও মেডিক্যাল কর্মকর্তা ডা. আফরিন আক্তারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক হিমাংশু লাল রায়, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও সুনামগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিত মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সুনামগঞ্জ জেলা এলজিইডির নিবার্হী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৪ মার্চ