ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে এক ম্যাচ জিতলেই খুশি সাকিব

ঢাকা, ১৪ মার্চ – সকল জল্পনা-কল্পনা আর বিতর্কের অবসান ঘটিয়ে সাকিব আল হাসান উঠলেন দক্ষিণ আফ্রিকাগামী বিমানে। যাত্রা শুরুর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জানিয়ে গেলেন এই সফরে বাংলাদেশের লক্ষ্যের কথা।

রোববার রাত ১১ টায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন এই টাইগার অলরাউন্ডার। তার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে গেলেন, দক্ষিণ আফ্রিকা গিয়ে তাদের মাটিতে সিরিজ জিততে পারলে ভালো লাগবে অবশ্যই, তবে ওয়ানডে আর টেস্ট দুই ফরম্যাট মিলিয়ে ৫ ম্যাচের মধ্যে অন্তত এক ম্যাচ জিতলেও খুশি তিনি।

সাকিব বলেন, ‘আমরা যদি সিরিজ জিততে পারি তবে খুবই ভালো হবে। এছারা অন্তত একটা ম্যাচও যদি জিততে পারি আমার কাছে মনে হয় সেটাও অনেক ভালো রেজাল্ট হবে।’

তিনি আরও বলেন, ‘দলের কাছে প্রত্যাশা কতটুকু আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, দল কতটুকু করতে পারবে সেটা গুরুত্বপূর্ণ। এর আগে দক্ষিণ আফ্রিকা গিয়ে দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে আমরা আশানুরূপ কিছুই করতে পারিনি। তবে এবার আমাদের সামনে সুযোগ আছে পরিবর্তন করার, আর সেটার চেষ্টাই করবো আমরা।’

আফ্রিকার মাটিতেই তাদের বিপক্ষে খেলা খুব সহজ হবে না জানিয়ে সাকিব বলেন, ‘দেখেন ওরা (দক্ষিণ আফ্রিকা) নিজেদের মাটিতে শেষ সিরিজ খেলেছে ভারতের সঙ্গে। সেখানে তারা খুবই ভালো করেছে, সবগুলো ম্যাচই জিতেছে। আমাদের জন্য এই সফর অবশ্যই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আমাদের বোলিং ডিপার্টমেন্টকে ভালো বলতে হবে। আমাদের ব্যাটিং আরও উন্নতি করতে হবে। একই সঙ্গে যেটা হয় যে আমাদের দুর্বলতা ফিল্ডিং, সেখানেও আমাদের ভালো করতে হবে। এককথায়, তিন বিভাগেই পারফর্ম করতে হবে আমাদেরকে।’

আগামী ১৮ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে তামিম-সাকিবরা। ওয়ানডে সিরিজ শেষে ৩১ মার্চ ডারবানে প্রথম টেস্ট দিয়ে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ মার্চ

Back to top button