আইন-আদালত

চাকরি ফিরে পেতে রিট করলেন দুদকের শরীফ

ঢাকা, ১৩ মার্চ – চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শরীফ উদ্দিনের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক রিট আবেদনটি দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রে খবরটি জানা গেছে।

সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ ছাড়াই প্রজ্ঞাপন জারি করে দুদক কর্মচারি চাকরি বিধিমালা ২০০৮ এর ৫৪(২) ধারায় শরীফকে অপসারণ করে কমিশন। গত ২৭ ফেব্রুয়ারি চাকরি ফেরত চেয়ে কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদনপত্র জমা দেন শরীফ। আবেদন জমা দেওয়ার পর কমিশনের পক্ষ থেকে কোন ধরনের আশ্বাস না পেয়ে অবশেষে চাকরি ফেরত চেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হলেন দুদকের সাবেক এই কর্মকর্তা।

জানা গেছে, শরীফ উদ্দিনকে কোনোরূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অপসারণের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে ১০ আইনজীবীর করা রিটটি আদেশের দিন ধার্য করা হয়েছে ১৫ মার্চ। ১০ মার্চ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। ২৩ ফেব্রুয়ারি ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনকারি অন্য ৯ আইনজীবী কলেন, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।

সূত্র: সমকাল
এম ইউ/১৩ মার্চ ২০২২

Back to top button