ক্রিকেট

দিবারাত্রির টেস্টের প্রথমদিনেই ১৬ উইকেটের পতন, এগিয়ে ভারত

বেঙ্গালুরু, ১৩ মার্চ – বেঙ্গালুরুর এম চিন্ময়স্বামী স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা দিবারাত্রির টেস্ট। এই টেস্টের প্রথম দিনেই ১৬ উইকেটের পতন ঘটেছে। উইকেট বৃষ্টির দিন শেষে এগিয়ে আছে ভারত।

টস জিতে স্বাগতিকরা আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৯.১ ওভারে ২৫২ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারতের পেসারদের তোপের মুখে শ্রীলঙ্কাও সুবিধা করতে পারেনি। ৩০ ওভারে ৮৬ রান তুলতেই তারা হারিয়ে বসেছে ৬ উইকেট। ভারতের চেয়ে এখনো তারা ১৬৬ রানে পিছিয়ে রয়েছে।

ক্রিজে আছেন নিরোশান ডিকভেলা (১৩) ও লাসিথ এম্বুলদেনিয়া (০)। তারা দুজন আগামীকাল ব্যাট করতে নামবেন।

শ্রীলঙ্কার আউট হওয়া ৬ জন ব্যাটসম্যানের মাত্র দুইজন দুই অঙ্কের কোটায় রান করতে পেরেছেন। তার মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথুস সর্বোচ্চ ৪৩ রান করেন। তিনি ৮৫ বলে ৩টি চার ও ২ ছক্কায় এই রান করেন। ১০টি রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। বাকিদের মধ্যে কুশাল মেন্ডিস ২, দিমুথ করুণারত্নে ৪, লাহিরু থ্রিমান্নে ৮ ও চারিথ আসালঙ্কা ৫ রান করে আউট হন।

বল হাতে ভারতের জাসপ্রিত বুমরাহ ৩টি ও মোহাম্মদ শামি ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন অক্ষর প্যাটেল।

তার আগে ভারতের ইনিংসে একাই লড়াই করেন শ্রেয়াস আয়ার। তিনি ৯৮ বলে ১০টি চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৯২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন ঋষভ পন্ত। ৩১ রান করেন হানুমা বিহারি। ২৩টি রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে।

শ্রীলঙ্কার লাসিথ এম্বুলদেনিয়া ও প্রাভিন জয়াউইকরামা ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কা ইনিংস ২২২ রানের ব্যবধানে হার মানে তৃতীয় দিনেই। দিবারাত্রির দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ১৬ উইকেটের পতন শঙ্কা জাগিয়ে রেখেছে যে, এই টেস্টও হয়তো তিনদিনের বেশি যাবে না।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৩ মার্চ

Back to top button