ঢালিউড

‘বাংলাদেশ’ লিখতে ভুল করে কটাক্ষের শিকার সানি লিওন

ঢাকা, ১৩ মার্চ – বলিউড অভিনেত্রী সানি লিওন শনিবার (১২ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।

ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

সানি লিওনের দেওয়া হ্যাশট্যাগে চোখ আটকে গেছে অনেক নেটিজেনদের। সেখানে তিনি ভুল বানান লিখেছেন। সানি লিখেছেন, ‘#bangledesh’। এর জন্য অবশ্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। কমেন্টস বক্সে তাকে ভুল ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, It should be #Bangladesh not #Bangledesh

এদিকে, সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে প্রকাশ করেন। সেটা শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’।

এন এইচ, ১৩ মার্চ

Back to top button