ইউক্রেনে দুইশো মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটন, ১৩ মার্চ – মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে ইউক্রেনে ছোট অস্ত্র, অ্যান্টি-ট্যাঙ্ক এবং অ্যান্টি-এয়ারক্রাফ্ট অস্ত্রের জন্য দুইশো মিলিয়ন ডলারের সমপরিমাণ সামরিক সহায়তা দেওয়া হতে পারে।
প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইউক্রেনের জন্য এ সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের সিনিয়র এক কর্মকর্তা জানান, এর ফলে ইউক্রেনে সামরিক সরঞ্জামের “তাৎক্ষণিক” চালান পাঠানো সহজ হলো।
বাইডেনের নতুন এ সিদ্ধান্তের ফলে ২০২১ সালের জানুয়ারী থেকে ইউক্রেনকে দেওয়া মোট ১.২ বিলিয়ন ডলার মার্কিন নিরাপত্তা সহায়তা ৩.২ বিলিয়নে পৌঁছেছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে গেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাজধানীর বাইরের এলাকাগুলোতে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের বাহিনীর তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৩ মার্চ