অন্যান্য

আজ ঢাকা ছাড়ছে আরচারি দল

ঢাকা, ১৩ মার্চ – আসন্ন ‘২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’ এ অংশ নিতে আজ ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ আরচারি দল।

১৪-১৯ মার্চ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচারি দলের ১৬ জন রোববার দুপুরে থাই এয়ারওয়েজে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা হবে।

এশিয়ার ১২টি দেশ থেকে রিকার্ভ পুরুষ ইভেন্টে ৩৫জন, রিকার্ভ মহিলা ইভেন্টে ২৪জন, কম্পাউন্ড পুরুষ ইভেন্টে ৩৩জন ও কম্পাউন্ড মহিলা ইভেন্টে ২৩জন আরচার টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১৭ সদস্যের বাংলাদেশ দলে আরচার হিসেবে যাচ্ছেন ১৩জন-

রিকার্ভ পুরুষ: মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রাম কৃষ্ণ সাহা,মো: সাগর ইসলাম।

রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা।

কম্পাউন্ড পুরুষ: নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান, মো: সোহেল রানা, হিমু বাছাড়।

কম্পাউন্ড মহিলা: রোকসানা আক্তার- ও শ্যামলী রায়।

কর্মকর্তা হিসেবে থাকছেন- মোহাম্মদ আনিসুর রহমান-টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডারিক-প্রধান প্রশিক্ষক,মোহাম্মদ জিয়াউল হক-প্রশিক্ষক, মোহাম্মদ হাসান-প্রশিক্ষক।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ মার্চ

Back to top button