ইউরোপ

পশ্চিম থেকে মুখ ফেরালে ১০০ বছর পিছিয়ে যাব

মস্কো, ১২ মার্চ – কিয়েভের ওপর মস্কোর আগ্রাসনের ফলে যে ব্যবসায়িক সংস্থাগুলো রাশিয়া ছেড়ে চলে গেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত রাশিয়াকে আরও ১০০ বছর পিছিয়ে দেবে। ক্রেমলিনকে এ হুঁশিয়ারি দিয়েছেন রুশ ধনকুবের ভ্লাদিমির পোতানিন। খবর আনন্দবাজার অনলাইনের।

পোতানিন রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং ধাতু সংস্থা নরলিস্ক নিকেল-এর মালিক।

পোতানিন জানান, রাশিয়া পশ্চিমী সংস্থা এবং বিনিয়োগকারীদের দেশে ঢোকার পথ বন্ধ করলে ১৯১৭ সালের বিপ্লবের অশান্ত দিনগুলোতে ফিরে যেতে হতে পারে। তিনি রুশ সরকারকে পশ্চিমী সংস্থাগুলোর সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে সতর্ক করে এ বার্তাই দিয়েছেন।

তবে পোতানিন এ-ও বলেন, ‘অনেক বিদেশি সংস্থা রাশিয়ায় নিজেদের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে, আবেগের বশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অথবা তারা চাপে পড়ে এ সিদ্ধান্ত নিয়েছে। আমার বিশ্বাস, তারা আবার রাশিয়ায় ব্যবসা করতে ফিরে আসবে।’

পোতানিনকে বলা হয় রাশিয়ার ‘বিল গেটস’। এ বছর শেয়ার বাজারে নরিলস্ক নিকেল ক্ষতির মুখে পড়ে এক চতুর্থাংশ খোয়ানো সত্ত্বেও তিনিই রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে রয়ে গেছেন। পাশাপাশি মস্কো-কিয়েভ সংঘাত শুরুর ফলে তার সংস্থা চলতি মাসে লন্ডনে নিজেদের শেয়ারের ৯০ শতাংশ খুইয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাশিয়া-ইউক্রেন সংঘাত ১৭ দিনে পা দিয়েছে। ইতোমধ্যেই ক্রেমলিনের হামলার মুখে পড়ে বিপর্যস্ত কিয়েভ। রাশিয়ার এ আগ্রাসনের নিন্দায় সরব হয়েছে সারা বিশ্ব।

বিভিন্ন দেশ সরাসরি না হলেও বিভিন্ন সেনা এবং মানবিক সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সাহায্য করেছে। অনেক আন্তর্জাতিক সংস্থাও নিজে থেকেই রাশিয়ায় নিজেদের ব্যবসা গুটিয়েছে।

পাশাপাশি রাশিয়ার সঙ্গে কোনওরকম লেনদেনে যেতেও অস্বীকার করেছে অনেক বহুজাতিক সংস্থা। তবুও ইউক্রেনের উপর আগ্রাসন থামবে না বলেও স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট পুতিন। এ পরিস্থিতিতে রাশিয়া অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ মার্চ ২০২২

Back to top button