ইউরোপ
ক্যান্সার হাসপাতালে হামলা করেছে রাশিয়া: ইউক্রেন
কিয়েভ, ১২ মার্চ – রাশিয়ার সেনারা মাইকোলাইভের একটি ক্যান্সার হাসপাতালে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।
১১ মার্চ ফেসবুকে আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান ম্যাক্সিম বেজনোশেঙ্কো এ কথা জানান। খবর বিবিসির।
ম্যাক্সিম বেজনোশেঙ্কো বলেন, রাশিয়ারা সেনারা দক্ষিণ ইউক্রেনের শহর মাইকোলাইভের একটি ক্যান্সার হাসপাতালে গোলাবর্ষণ করেছে।
আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান বলেন, দানবরা একটি ক্যান্সার হাসপাতালে হামলা চালিয়েছে। যেখানে পুরো মাইকোলাইভের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, গোলার আঘাতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আমরা সংস্কার কাজ চালিয়ে যাচ্ছি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর ইউক্রেনজুড়ে হামলা চালাচ্ছে রুশ সেনারা।
সূত্র: সমকাল
এম ইউ/১২ মার্চ ২০২২