ইউরোপ

লুৎস্কে রুশ হামলায় ইউক্রেনের ২ সেনা নিহত

কিয়েভ, ১১ মার্চ – লুৎস্কে রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয় জন।

আঞ্চলিক প্রশাসন প্রধানের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

আঞ্চলিক প্রশাসন প্রধান ইউরি পুহুলিয়াকো বলেন, লুৎস্কে রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ছয়জন।

রাশিয়া জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের লুৎস্ক ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরের সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

এদিন ডিনিপ্রো শহরেও হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের ১৬তম দিনে শুক্রবার ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলার খবর মিলছে।

এর মধ্যে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের ভলনোভাখা শহর দখলে নেওয়ার দাবি করেছে। শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অবরুদ্ধ মারিওপোল শহরের উত্তরে অবস্থিত।

সূত্র: সমকাল
এম ইউ/১১ মার্চ ২০২২

Back to top button