বৃহত্তর ঐক্যের অঙ্গীকার ফখরুলের
ঢাকা, ১১ মার্চ – সরকার হটাতে গণতন্ত্রের পক্ষের শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘উত্তাল মার্চ’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, আমরা যে প্রাণ দিয়েছিলাম, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তখন যে একটা ঐক্য গড়েছিলেন সমগ্র জাতির মধ্যে। আজকে আবার সেই সময় এসেছে আমাদের রাষ্ট্রকে ফিরে পেতে, আমাদের সেই স্বপ্নকে ফিরে পেতে, আমাদের মানুষের মুক্তিকে ফিরে পেতে বৃহত্তর ঐক্য গড়ার। সেই ঐক্যে আমাদেরকে আবারো ঐক্যবদ্ধ হয়ে এই সরকার ও তাদের দোসরদের পরাজিত করতে হবে।
মির্জা ফখরুল বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই অনুষ্ঠান থেকে আমি আহ্বান জানাতে চাই, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, আমি আহ্বান জানাতে চাই, আমাদের সমস্ত গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে যে- আসুন বৃহত্তর স্বার্থে দেশকে রক্ষার জন্য আমরা সব ঐক্যবদ্ধ একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলি।
বিএনপি মহাসচিব বলেন, আজকে দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়েও ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। কেউ নিরাপদ নয়, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের পরিচালনায় সভায় জেএসডির সভাপতি আসম আবদুর রব, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজন জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১১ মার্চ