৪ লাখ মানুষকে জিম্মি করেছে রাশিয়া
কিয়েভ, ১০ মার্চ – ইউক্রেনের মারিউপোলে চার লাখের বেশি মানুষকে জিম্মি করেছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুবেলা এই অভিযোগ করেছেন। বুধবার (৯ মার্চ) আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক টুইট বার্তায় কুবেলা বলেন, ‘নির্বিচারে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে’। এছাড়া তিনি বলেছেন, অন্তত তিন হাজার সদ্যজাত শিশু বর্তমানে খাবার ও ওষুধের অভাবে রয়েছে।
একইসঙ্গে কুবেলা ফের ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধ করতে বিদেশি হস্তক্ষেপের জন্য আহ্বান করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শহরের পরিস্থিতি নাজেহাল। পানি, বিদ্যুৎ নেই, একইসঙ্গে গরম করার জন্য জ্বালানি সরবরাহ সবই বন্ধ হয়ে গেছে।
এদিকে, মারিউপোল শহরের কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে দাবি করেছে, অবরুদ্ধ মারিউপোল শহরে একটি শিশু হাসপাতাল রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।
Russia continues holding hostage over 400.000 people in Mariupol, blocks humanitarian aid and evacuation. Indiscriminate shelling continues. Almost 3.000 newborn babies lack medicine and food. I urge the world to act! Force Russia to stop its barbaric war on civilians and babies!
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 9, 2022
সূত্র : ইত্তেফাক
এন এইচ, ১০ মার্চ