ইউরোপ

ইউক্রেনের ৫ শহরে আরেক দফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মস্কো, ০৯ মার্চ – বেসামরিক নাগরিকদের সরে যেতে ইউক্রেনের ৫ শহরে আরেক দফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। শহরগুলো হলো- রাজধানী কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিয়োপোল।

স্থানীয় সময় বুধবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে এসব শহরে মানবিক করিডর দেওয়া হবে।

এর আগে মস্কো দুই দফা যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সেসব পুরোপুরি কার্যকর হয়নি।

এদিকে রয়টার্স জানিয়েছ, এসব শহরে কয়েক লাখ লোক লড়াইয়ের কারণে খাদ্য, পানি, বিদ্যুৎ ও ওষুধের অভাবের মধ্যে আটকা পড়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

সূত্র : আরটিভি
এম এস, ০৯ মার্চ

Back to top button