কক্সবাজার

এবার দুই রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার, ০৮ মার্চ – কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার দুটি রোহিঙ্গা শিবিরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা শিবিরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে তা পাশের ৬ নাম্বার ক্যাম্পেও ছড়িয়ে যায়।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন জানিয়েছেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি আশ্রয় নেয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠী সহায়তা করছে।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, কোথা থেকে আগুন লেগেছে, এ ব্যাপারে এখনো বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৮ মার্চ

Back to top button