তৃতীয় দফায় শান্তি আলোচনায় ইউক্রেন-রাশিয়া
মিন্স্ক, ০৭ মার্চ – ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ উত্তেজনা নিরসনে তৃতীয়বারের মতো আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। এবারের বৈঠকও বেলারুশ সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে।
আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক টুইটারে জানান, সোমবার দুইপক্ষ তৃতীয়বারের মতো আলোচনায় বসবে।
তিনি আরও জানান, প্রথম দুই দফায় যে সকল প্রতিনিধি আলোচনা করেছিলেন তারাই ফের আলোচনা করবেন।
এর আগে দুইবার বেলারুশ সীমান্তে বৈঠক করে দুইপক্ষ। প্রথমবার ২৮ ফেব্রুয়ারি হওয়া বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। এরপর ৩ মার্চ দ্বিতীয় বৈঠকে মানবিক দিক বিবেচনা করে মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় দুই পক্ষ। কিন্তু কয়েক ঘণ্টা পার হতেই সেই যুদ্ধবিরতি ভেস্তে যায়। ফলে সাধারণ মানুষ শহর ছেড়ে চলে যেতে চাইলেও তারা পারেননি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ মার্চ ২০২২