ইউরোপ

‘অবন্ধু-সুলভ’ দেশ ও অঞ্চলের তালিকা অনুমোদন দিল রাশিয়া

মস্কো, ০৭ মার্চ – ‘অবন্ধু-সুলভ’ দেশ ও অঞ্চলের একটি তালিকার অনুমোদন দিয়েছে রাশিয়ার সরকার। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে যেসব দেশ ও অঞ্চল রাশিয়া এবং দেশটির কোম্পানি অথবা নাগরিকদের বিরুদ্ধে অবন্ধু-সুলভ পদক্ষেপ নিয়েছে তাদেরকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) অনুমোদন পাওয়া এ তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো, যুক্তরাজ্য, ইউক্রেন, মন্টিনিগ্রো, সুজারল্যান্ড, আলবেনিয়া, এন্ডোরা, আইসল্যান্ড, লিচেনস্টাইন, মোনাকো, নরওয়ে, সান মারিনো, উত্তর মেসিডোনিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং তাইওয়ান।

দেশটির সরকার বলছে এই আদেশ অনুযায়ী, যেসব নাগরিক ও কোম্পানি এমনকি রাশিয়া বা এর অঞ্চল ও পৌরসভার বিদেশি ঋণদাতাদের কাছে বৈদেশিক মুদ্রার বাধ্যবাধকতা রয়েছে, তারা তালিকাভুক্ত দেশগুলোর সঙ্গে রুবল দিয়ে অর্থ পরিশোধ করতে পারবে। নতুন এই অস্থায়ী পদ্ধতি প্রতি মাসে ১ কোটি রুবলের বেশি অর্থপ্রদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সূত্র : আরটিভি
এম এস, ০৭ মার্চ

Back to top button