যুদ্ধক্ষেত্রেই বিয়ে, দুই ইউক্রেনীয় সেনার ভিডিও ভাইরাল
কিয়েভ, ০৭ মার্চ – ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। লাখ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালাচ্ছেন। মানবেতন জীবনের দিকে ঠেলে দেয়া হয়েছে বহু মানুষকে।
এরইমধ্যে শক্তিশালী রুশ বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনা সদস্যরা। অনিশ্চিত এক জীবন তাদের। কখন রুশ বাহিনীর বুলেটে তাদের প্রাণ যায়, তার কোনো নিশ্চয়তা নেই!
কিন্তু এসবের মধ্যেও থেমে নেই জীবন। থেমে নেই জীবনের আয়োজনও; যেনো যুদ্ধকেই জীবনের অংশ বলে মেনে নিতে চাচ্ছেন ইউক্রেনের সেনারা।
এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে বিয়ের পিঁড়িতে বসেছেন ইউক্রেনের দুই সেনা।
এতে দেখা গেছে, সামরিক পোশাক পরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন তারা। তাদের চারপাশে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন।
জানা যায়, ওই দুই ইউক্রেনীয় সেনার নাম লেসিয়া ও ভ্যালেরি। ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে তারা এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।
কনে লেসিয়ার হাতে দেখা যায় ফুলের তোড়া। তাদের দুজনকে গান গেয়ে শোনাচ্ছিলেন সহযোদ্ধা সেনারা। এরমধ্যে এক সেনা ঐতিহ্যবাহী ইউক্রেনীয় বাদ্যযন্ত্র পরিবেশন করছিলেন।
Volunteers from one of the 112th Battalions of the Kyiv Special Troop Brigade got married.
Lesya and Valeriy have been together for twenty years and have an 18-year-old daughter, but they still haven’t had time to get married. #Ukraine pic.twitter.com/R9ms9WhpUT— Ukraine Update 🇺🇦 (@Ukrain_War) March 6, 2022
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৭ মার্চ