বিদ্রোহী কবিতা-প্রকাশের শতবর্ষে ছায়ানট (কলকাতা) – এর ঐতিহ্যবাহী ট্রামে অনুষ্ঠান
কলকাতা, ০৭ মার্চ – গত ৫ মার্চ,২০২২ তারিখে কাজী নজরুল ইসলামের লেখা ‘বিদ্রোহী’ কবিতা-প্রকাশের শতবর্ষে, ছায়ানট (কলকাতা) আয়োজন করে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে বিশেষ ভ্রাম্যমান অনুষ্ঠান ‘চির-উন্নত মম শির!’ দুপুর ১ টা ৩০ মিনিটে গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে যাত্রা শুরু করে ধর্মতলা হয়ে শ্যামবাজার যায় ট্রামটি। এই অভিনব অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানট (কলকাতা) – এর সভাপতি সোমঋতা মল্লিক।
দুপুর ১২টা ৩০ মিনিটে গড়িয়াহাট ট্রাম ডিপোতে উদ্বোধনী অনুষ্ঠান হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ও WBTIDCL-এর চেয়ারম্যান জনাব মইনুল হাসান, পুবের কলম পত্রিকার সম্পাদক ও প্রাক্তন সাংসদ জনাব আহমদ হাসান ইমরান, বিশিষ্ট তবলিয়া পন্ডিত মল্লার ঘোষ এবং শ্রীমতী মল্লিকা ঘোষ। তাঁদের উপস্থিতি ও মূল্যবান বক্তব্য অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে সুদীপা রায়ের পরিচালনায় সমবেতভাবে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করা হয়। ছায়ানটের পক্ষ থেকে নজরুলের দেশাত্মবোধক গান পরিবেশন করেন সোমঋতা মল্লিক, সোমা রায় বর্মন, শুভ্রা ভট্টাচার্য্য, গোরী ধর এবং সুরূপা মল্লিক। বলাকার পক্ষ থেকে শৌভিক শাসমলের পরিচালনায় শিশু শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়।
৩/৪-সি, তালতলা লেন- কলকাতায় এই বাড়িটিতে বসেই কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছিলেন তাঁর কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’। ‘বিদ্রোহী’ কবিতাটি রচিত হয় ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। মুজফ্ফর আহ্মদ ‘কাজী নজরুল ইসলাম স্মৃতিকথায়’ নিজেকে এই কবিতার প্রথম শ্রোতা হিসেবে উল্লেখ করেছেন। ১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী’তেই প্রথম ছাপা হয়েছিল ‘বিদ্রোহী’। ‘বিদ্রোহী’ কবিতাটি কেবল অসাধারণ জনপ্রিয়তা পায়নি, একই কবিতা একাধিক পত্র-পত্রিকায় প্রকাশের দুর্লভ সৌভাগ্য অর্জন করেছিল। শুধুমাত্র তৎকালীন সময়েই নয়, শতবর্ষে দাঁড়িয়েও এই কবিতা সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয়। বহু গুণীজন এই কবিতা সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেছেন।
সোমঋতা বলেন, “এই অনুষ্ঠানে যাঁরা সহযোগী হিসেবে ছিলেন – পাকড়াশি হারমোনিয়াম, রেডিও বাংলানেট ডট কম, বইচারিতা, আমিই নজরুল, কোয়েস্ট ওয়ার্ল্ড, নজরুল ডট ইন সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ভবিষ্যৎ কর্মকান্ডে আবারও তাঁদের সহযোগিতা পাব, এই প্রত্যাশা রাখি। সকলের সহযোগিতায় আমরা এত বড় একটি উদ্যোগ গ্রহণ করতে পেরেছি।”
এন এ/ ০৭ মার্চ