পশ্চিমবঙ্গ
মহিলাদের কু- প্রস্তাব, তৃণমূল নেতাকে জুতোপেটা জনতার
কলকাতা, ০৪ নভেম্বর- মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তৃণমূল নেতাকে জুতোপেটা করল স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত তৃণমূল নেতার নাম বুদ্ধদেব দাস।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজারহাটের দশদ্রোণে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার মহিলাদের অশ্লীল মেসেজ পাঠাতেন তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে সম্প্রতি ফের এক মহিলাকে অশ্লীল মেসেজ করেন তিনি। গোটা বিষয়টি স্থানীয়দের জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগও করেন ওই মহিলা।
এরই প্রতিবাদে আজ এলাকার মহিলারা একত্রিত হয়ে তাঁকে বেঁধে রেখে জুতোপেটা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ।
তাঁদের সামনেও চলে মারধর। দীর্ঘক্ষণ পর কোনওক্রমে উত্তেজিত অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ সূত্রে খবর, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে এই ধরণের একাধিক অভিযোগ উঠেছে।
সূত্র: কলকাতা২৪x৭
আর/০৮:১৪/৪ নভেম্বর