শ্রীলঙ্কার টানা চার শূন্য এবং জাদেজার ফাইফার
মোহালি, ০৬ মার্চ – মোহালি টেস্টে শ্রীলঙ্কাকে একাই উড়িয়ে দিচ্ছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে অসাধারণ এক সেঞ্চুরির পর বল হাতেও পাঁচ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি।
জাদেজার ফাইফারে শ্রীলঙ্কার শেষ চার ব্যাটার শূন্য রানে ফিরেছেন। লঙ্কানরাও প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১৭৪ রানে। ভারতের ৫৭৪/৮ ডি. স্কোরের সামনে ফলোঅনে পড়েছে সফরকারীরা। ৪০০ রানে পিছিয়ে থাকা লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে পাঠিয়েছে স্বাগতিক ভারত।
তৃতীয় দিনের শুরুত ১০৮/৪ স্কোর নিয়ে মাঠে নামে দুই লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা এবং চারিথ আসালাঙ্কা। সকালে সাবধানী শুরু করেন দুই লঙ্কান ব্যাটার। ১৬১/৪ স্কোর নিয়ে ড্রিঙ্কসে যায় লঙ্কানরা। ফিরে আসতেই মাত্র ১৩ রানের মধ্যে বাকি ৬ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় সফরকারীরা।
আসালাঙ্কাকে (২৯) বুমরাহ ফেরানোর পর বাকি ৫ উইকেটের ৪টিই নেন জাদেজা। অন্যটি যায় মোহাম্মদ শামির পকেটে। লঙ্কান ব্যাটারদের মধ্যে একপ্রান্তে নিশাঙ্কা ৬১ রানে অপরাজিত থাকলে শেষ চার ব্যাটার লাকমাল, এম্বুলদেনিয়া, ফার্নান্দো এবং কুমারা রানের খাতা না খুলেই বিদায় নেন।
জাদেজা ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের পর বল হাতে ৫ উইকেট দখল করেন মাত্র ৪১ রানে। অশ্বিন ও বুমরাহ নেন ২টি করে উইকেট।
সূত্র : আরটিভি
এম এস, ০৬ মার্চ