নবীদের লক্ষ্য এশিয়া কাপ, বিশ্বকাপ
ঢাকা, ০৬ মার্চ – মিরপুরে বাংলাদেশকে হারাতেই হবে এমন পণ করেননি মোহাম্মদ নবীরা। যদি করতো তাহলে সময়ের সেরা অফস্পিনার মুজিব উর রহমান ও লেগ স্পিনার কায়েস আহমেদকে বিশ্রামে রাখতো না। তাদের পরিবর্তে খেলানো হয়েছে শারাফউদ্দিন আশরাফ ও উসমান ঘানিকে।
দুজনকে মিরপুরে খেলিয়ে সাইডবেঞ্জের পরীক্ষা নিয়েছে আফগানরা। ফলাফল নিজেদের পক্ষেই আসলো। সঙ্গে নিজেদের দূরের লক্ষ্যও পূরণ হয়েছে। বাংলাদেশের সিরিজ ছাপিয়ে আফগানিস্তানের নজর এশিয়া কাপ ও বিশ্বকাপে। মহাদেশীয় ও বৈশ্বিক আসরে ভালো করতে মুখিয়ে তারা। অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে নতুনদের বাজিয়ে দেখার কাজ করে তৃপ্ত আফগানিস্তানের অধিনায়ক নবী।
ম্যাচ জয়ের পর নবী বলেছেন, ‘মুজিবকে আজ বিশ্রাম দেওয়া হয়েছিল। তাকে আমরা বাদ দেইনি, তার বিশ্রামের প্রয়োজন ছিল। সে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছিল। এ কারণেই আমরা কিছু বাড়তি তরুণ পেসার নিয়েছি। তাদের সামর্থ্য প্রমাণ করার সুযোগ দিয়েছি। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা এই তরুণ ক্রিকেটারদের তৈরি করছি সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য। সে কারণেই আমরা কিছু সিনিয়রদের সঙ্গে বেশির ভাগ তরুণদের দলে নিয়েছি।’
তরুণদের মধ্যে ফজলহক ফারুকি দারুণভাবে নজর কেড়েছেন। দুই ম্যাচে তার শিকার ৫ উইকেট। এর আগে তিন ওয়ানডেতে তার পকেটে গেছে ৬ উইকেট। বাঁহাতি পেসারকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত নবী, ‘ফারুকি তরুণ ছেলে। তাকে নিয়ে আমরা অনূর্ধ্ব-১৯ থেকেই কাজ করছি। এবং এখন সে খুব ভালো। দিনে দিনে উন্নতি করছে। আমরা তাকে ফাস্ট বোলার হিসেবে সর্বোচ্চ আত্মবিশ্বাসী করার চেষ্টা করছি। এবং সামনের ম্যাচগুলো জন্য তরুণ বেঞ্চ তৈরি করার চেষ্টা করছি।’
প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে আফগানরা। নিজেদের ভুলগুলো শুধরে বাংলাদেশের সামনে ভিন্নরূপে দেখা দেন তারা। নবী জানালেন, ম্যাচ জয়ের পেছনে তাদের শরীরি ভাষা রেখেছে বিরাট অবদান, ‘দুই ম্যাচেই আমরা সন্তুষ্ট। কারণ, প্রথম ম্যাচে আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করছি এবং সেই ভুল থেকে দ্বিতীয় ম্যাচে আমরা শিক্ষা নিয়েছি।’
‘দুই ম্যাচের ফিল্ডিং এবং বোলিংয়ে একই ছিল। পার্থক্য করে দিয়েছে শরীরি ভাষা। এটা আমাদের পরিকল্পনা ছিল যে আমরা ফিল্ডিংয়ে ১১০ ভাগ দিবো। এটাই আমাদের হাতে ছিল। আমরা এটাতেই মনোযোগ দেয়ছি। স্কোয়াডে অনেক তরুণ রয়েছে এ কারণে আমরা কিছুটা বাড়তি শক্তি পাই ফিল্ডিং এবং বোলিংয়ে। এ কারণেই আমরা দ্বিতীয় ম্যাচে তাদের অল্প রানের মধ্যে আটকে রাখতে পেরেছি।‘– যোগ করেন নবী।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৬ মার্চ