সাহিত্য সংবাদ

১৯ দিনে গ্রন্থমেলায় নতুন বই এসেছে ২১৬৬টি

ঢাকা, ০৬ মার্চ – অমর একুশে গ্রন্থমেলায় এবার ১৯ দিনে মোট নতুন বই এসেছে দুই হাজার ১৬৬টি। এর মধ্যে গল্পের বই এসেছে ২৭৩টি। আর প্রবন্ধ এসেছে ১০৯টি। তবে মেলায় এবার কবিতার বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি। আর বিক্রিতে সবচেয়ে এগিয়ে উপন্যাস।

শনিবার (৫মার্চ) রাত ৮টায় বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর ও বইমেলার বিভিন্ন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আজ ১২৯টি নতুন বই এসেছে মেলায়। সব মিলিয়ে এবারের মেলায় নতুন বইয়ের সংখ্যা দুই হাজার ১৬৬টি। এসব বইয়ের মধ্যে সবচেয়ে বেশি কবিতা, উপন্যাস, গল্প ও প্রবন্ধের বই।

মিজান পাবলিশার্সের এক বিক্রয়কর্মী বলেন, গল্পের বই আসছে। তবে এবার উপন্যাস বিক্রি হচ্ছে বেশি।

এদিকে, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বইমেলার সময় বাড়ানো হয়েছে, মেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত। প্রতিদিনই বাড়ছে বই প্রকাশের সংখ্যা।

এন এইচ, ০৬ মার্চ

Back to top button