ইউরোপ

পশ্চিমারা ‘অর্থনৈতিক ডাকাতি’ করছে: রাশিয়া

মস্কো, ০৫ মার্চ – রাশিয়ার সরকার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা ‘অর্থনৈতিক ডাকাতি’ শুরু করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করে বলেন, রুশ সরকার এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।

তবে সেই পদক্ষেপ কী হতে পারে সে সম্পর্কে তিনি কিছু বলেননি। শুধু এটুকুই বলেন যে, রাশিয়ার স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বিবিসি এ খবর জানিয়েছে।

পেসকভের এ মন্তব্য এমন এক সময়ে এলো যখন রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে ব্রিটেন, ইইউ এবং যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে।

পেসকভ বলেন, রাশিয়া এত বড় এক দেশ যে তাকে কখনই একঘরে করে রাখা যাবে না।’ তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়েও অনেক বড় রাশিয়া।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৫ মার্চ ২০২২

Back to top button