ক্রিকেট

টাইগ্রেসদের লক্ষ্য ২০৮ রান

ডানেডিন, ০৫ মার্চ – নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বড় সুযোগ রয়েছে বাংলাদেশ নারীদের। দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানে আটকে দিয়েছে টাইগ্রেসরা। ২০৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে নারী দল।

এর আগে নিউজিল্যান্ডের ডানেডিনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলের বোলাররা অধিনায়কের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করে। দক্ষিণ আফ্রিকাকে ৪৯.৫ ওভারে ২০৭ রানে অলআউট করে দেয়।

প্রোটিয়া নারীদের পক্ষে ওপেনার লরা ওলভার্ট ৪১ রান, ছয়ে নামা মাইযান ক্যাপ ৪২ রান এবং সাতে নামা ক্লো ট্রাইইয়ন ৩৯ রান করলে দুইশ পেরোয় দলটি। টাইগ্রেসদের পক্ষে ফারিহা তৃষ্ণা ৩ উইকেট নেন। পাশাপাশি জাহানারা ও রিতুমণি নেন ২টি করে উইকেট। সালমা খাতুন ও রুমানা আহমেদের শিকার ১টি করে উইকেট।

সূত্র : আরটিভি
এন এইচ, ০৫ মার্চ

Back to top button