বলিউড
কারিশমা কাপুর করোনা পজিটিভ
মুম্বাই, ০৫ মার্চ – করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। খবরটি নিশ্চিত করেছেন তার বোন কারিনা কাপুর খান। ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এবার ‘লোলো’র (কারিশমার ডাক নাম) কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’
এন এইচ, ০৫ মার্চ