ইউরোপ

তৃতীয় দফায় আলোচনায় বসবে ইউক্রেন রাশিয়া

মস্কো, ০৫ মার্চ – ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে তৃতীয় দফায় শান্তি আলোচনায় বসবে দুই দলের প্রতিনিধিরা। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক টেলিফোন বার্তায় এই তথ্য জানিয়েছেন।

আগামী রোববার এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

এর আগে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দলের দ্বিতীয় দফার বৈঠক বৃহস্পতিবার বেলারুশে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের একজন প্রতিনিধি বলেন, ইউক্রেন যে দাবিগুলো উত্থাপন করেছে রাশিয়া সেগুলো মেনে নেয়নি। তবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডরের প্রস্তাবে উভয়পক্ষ সম্মতি দেন।

আলোচনা শেষে গণমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুমতি দিতে সম্ভাব্য সাময়িক একটি অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হয়েছে দুই পক্ষ। তিনি আরও বলেন, সব জায়গায় নয়, শুধু যেসব জায়গায় মানবিক করিডর আছে, সেগুলোতেই এ অস্ত্র বিরতি কার্যকর হবে। সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময়টুকুতে অস্ত্র বিরতি কার্যকর রাখা সম্ভব হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ মার্চ

Back to top button