জাতীয়
ইউক্রেন থেকে পোল্যান্ডে পৌঁছেছেন ৬ শতাধিক বাংলাদেশি
ঢাকা, ০৪ মার্চ – ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে ৬ শতাধিক বাংলাদেশি পোল্যান্ড পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় ইউক্রেন আরও প্রায় ১০০ বাংলাদেশি আটকে থাকতে পারেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ইউক্রেনে যারা এখনো আছেন, তাদের বেশির ভাগেরই ফ্যামিলি সেখানে আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে, যেখানে বাংলাদেশিরা থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি কেউ থাকে, তাকেও যেন সঙ্গে নেয়া হয়।
যুদ্ধের ফলে রূপপুর প্রকল্পে এখনই কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ মার্চ