ভারতের সাবমেরিনের গতিপথ রোধের দাবি পাকিস্তানের
ইসলামাবাদ, ০৪ মার্চ – ভারতের একটি অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের পানিসীমায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার এ দাবি করেছে। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ডনের।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, গত মঙ্গলবার ভারতের কলভেরি ক্লাসের আধুনিক একটি সাবমেরিনকে পানিসীমা লঙ্ঘনের অনুমতি দেননি পাকিস্তানের নৌবাহিনীর সেনারা।
বাবর ইখতিখার আরও বলেন, গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরনের চতুর্থ ঘটনা। পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের পানিসীমায় প্রবেশের সময় বাধা দেয়। পাকিস্তানি বাহিনীর বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।
তবে এ ব্যাপারে ভারতের পক্ষে থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র : যুগান্তর
এন এইচ, ০৪ মার্চ