ইউরোপ

ইউক্রেনে কাকে চান পুতিন?

কিয়েভ, ০৪ মার্চ – কিয়েভ পতনের পর যার নাম ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে প্রথম উঠে আসছে, তিনি ভিক্টর ইয়ানুকোভিচ।

অবিভক্ত সোভিয়েত ইউনিয়নে ১৯৫০ সালের ৯ জুলাই ইউক্রেনের ইয়েনাকিভ শহরে ইয়ানুকোভিচের জন্ম।

মা নার্স, বাবা ছিলেন ট্রেনচালক। মাত্র দুুই বছর বয়সে মাকে হারানো ইয়ানুকোভিচের শৈশব কাটে চরম দারিদ্র্যে। ১৯৬৭ সালে ডাকাতির অভিযোগে তিন বছর এবং ১৯৭০ সালে মারামারির কারণে দুই বছর জেলও খাটেন ইয়ানুকোভিচ।

তবে পরবর্তীকালে এ ঘটনাগুলোকে কৈশোর বয়সে করা ভুল হিসাবেই ব্যাখ্যা করেন তিনি।

১৯৭১ সালে ইয়েনাকিভের নগর আদালতের বিচারপতির ভাইঝি লুদিমিলা নাসটেনকোকে বিয়ে করেন ইয়ানুকোভিচ।

এরপর পড়াশোনা করতে তিনি ১৯৭৪ সালে দোনেস্ক পলিটেকনিক কলেজে ভর্তি হন। পড়তে পড়তে চাকরিও জুটে যায়।

কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি করার পর ১৯৯৬ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেন ইয়ানুকোভিচ।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৪ মার্চ

Back to top button