ক্রিকেট

শততম টেস্টে আপ্লুত বিরাট কোহলি

নয়াদিল্লী, ০৪ মার্চ – দুটি কারণে স্মরণীয় হয়ে থাকবে মোহালি টেস্ট। আজ মোহালিতে শততম টেস্ট খেলছেন বিরাট কোহলি আর আজ সেখানেই টেস্ট অধিনায়কত্ব শুরু করেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে ফাঁকা গ্যালারিতে হওয়ার কথা ছিল টেস্ট সিরিজ। কিন্তু এতগুলো মাইলফলকের কারণে ভারত সরকারের কাছ থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি আদায় করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পরও সাধারণ দর্শক টিকিট পাবেন কিনা সন্দেহ রয়েছে।

ক্রিকেটীয় দৃষ্টিতে বর্তমান খর্ব শক্তির শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটি মোটেও হাইপ্রোফাইল নয়। কিন্তু ভারতীয় ক্রিকেটের দুই বড় তারকার জন্য সবার নজর এখন মোহালিতে। স্বাভাবিকভাবে দু’জনকে নিয়ে গোটা ভারত উদ্বেলিত। এর মধ্যে কোহলির উপলক্ষটা স্পেশাল। তিনি নিজেই উত্তেজনায় ফুটছেন। নিজের টুইটারে কোহলি লিখেছেন, ‘এই সুন্দর যাত্রার জন্য আমি আপ্লুত। একটা বড় দিন এবং আমার কাছে বিশেষ একটা টেস্ট ম্যাচ। মাঠে নামার জন্য তর সইছে না।’

ভারতীয় বোর্ড থেকে কোহলির এক ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেন, ‘কোনো দিন ভাবিনি যে, ১০০ টেস্ট খেলতে পারব। ভারতের জন্য খেলাটাই স্বপ্ন ছিল। নিজের সর্বস্ব দিয়ে দেব ভেবেছিলাম। একটা লম্বা পথ পেরিয়ে এসেছি। শততম টেস্ট যে শেষ পর্যন্ত খেলতে পারছি, তার জন্য আমি আপ্লুত। আমি, আমার পরিবার, কোচ- প্রত্যেকে আমার জন্য খুশি ও গর্বিত।’

সূত্র : সমকাল
এম এস, ০৪ মার্চ

Back to top button