উত্তর আমেরিকা

পরের আগ্রাসন হবে তাইওয়ানে: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ০৪ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, পরবর্তী আগ্রাসন হতে পারে তাইওয়ানে। ইউক্রেনে রাশিয়ার হামলা চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবে প্রভাব ফেলতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিনজেসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, পরবর্তী আগ্রাসন হতে পারে তাইওয়ানে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছেন। একই সঙ্গে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেন যে, ইউক্রেনে যেমন বাইডেন প্রশাসন যুদ্ধ আটকাতে পারেনি, ঠিক তেমনই তাইওয়ানকেও তারা বাঁচাতে ব্যর্থ হবে।

তার মতে, ধারণার চেয়ে অনেক আগেই তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে চীন। কারণ তারা দেখছে কীভাবে নির্বোধের মতো যুক্তরাষ্ট্র চলছে। তারা দেখছে, আমাদের নেতারা অদক্ষ। এজন্য তারা এসব করবে। এখন তাদের সময়।

ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া এ ধরনের অভিযান চালাত না। তিনি বলেন, অনেক লোক মারা যাচ্ছে এবং আমরা তা হতে দিচ্ছি। আমি প্রেসিডেন্ট থাকলে এটা হতো না। এটা হওয়া উচিত নয়। তিনি বলেন, ইউক্রেনে বড় প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। এমন হবে পুতিন আশা করেননি।

সূত্র : ইত্তেফাক
এম এস, ০৪ মার্চ

Back to top button