জাতীয়

মার্চে এলপিজির দাম এক ধাক্কায় বাড়ল ১২%

ঢাকা, ০৩ মার্চ – আবার দাম বাড়ল ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম বেড়েছে ১৫১ টাকা। এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে মূসকসহ ১ হাজার ২৪০ টাকার সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৩৯১ টাকায়।

বিইআরসি আরও জানায়, উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।

বেসরকারি খাতে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১১৫ টাকা ৮৮ পয়সা, এটি সর্বোচ্চ খুচরা মূল্য। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

আগের মাসের চেয়ে কেজিতে দাম বেড়েছে ১২ শতাংশ। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৪ টাকা ৭৮ পয়সা, যা আগে ছিল ৫৭ টাকা ৮১ পয়সা।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এই সংস্থা। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/০৩ মার্চ ২০২২

Back to top button