নিজের জায়গা নিয়ে প্রশ্নে মাহমুদউল্লাহ বললেন, ‘রাইট ট্র্যাকে আছি’
ঢাকা, ০৩ মার্চ – আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ একদমই বাজে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের। ব্যাট হাতে রান পাননি৷ ফিল্ডিংয়ে ছেড়েছেন দুই সহজ ক্যাচ। শারীরিক ভাষায় কিছুটা জড়তাও দেখা গেছে। এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো যায়নি। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ তার দল ৩-০ ব্যবধানে হেরেছে। প্রতিকূল সময় কাটানো মাহমুদউল্লাহ কি দলে নিজের অবস্থান, জায়গা ধরে রাখা নিয়ে শঙ্কায়!
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে সাংবাদিকের করা এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মাহমুদউল্লাহ, ‘প্রথমেই জানতে চাই আমার অবস্থান নিয়ে আপনার কোনো সংশয় আছে কি না?’ এরপর নিজের উত্তর দেন, ‘আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমি রাইট ট্র্যাকে আছি। সম্ভবত আমার কিছু রানের প্রয়োজন। তাহলে আমি সঠিক পথে ফিরে আসব। আমার থেকে দলের প্রত্যাশা বেশি। ওয়ানডে সিরিজে সেভাবে রান করতে পারিনি। সামনে ভালো কিছু করার সুযোগ আছে। আমি চেষ্টা করব সেই প্রত্যাশা পূর্ণ করার। আমি ওতটা চিন্তিত নই। আমি হৃদয় দিয়ে দলের জন্য অবদান রাখার চেষ্টা করছি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ।’
সিরিজে মাহমুদউল্লাহর ব্যাটিং গড় ৪৩ হলেও বাস্তবতা ঠিক উল্টো। প্রথম ম্যাচে ১৮ রানে ৪ উইকেট হারানোর পর মাঠে নেমেছিলেন। রশিদ খানের বলে আউট হয়ে দলের বিপদ বাড়ান। ১৭ বল খেলে এক বাউন্ডারিতে করেন ৮ রান। দ্বিতীয় ম্যাচে দলের চাহিদা অনুযায়ী শেষ দিকে ঝড়ো ব্যাটিং করতে পারেননি। ৯ বল খেলে ৬ রান করেন৷ অপরাজিত থাকায় গড় উঠে হয়ে যায় দারুণ। তবে শেষ ওয়ানডেতে ম্যাচেই যেন ছিলেন না তিনি। অতি গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে ২২ গজে রীতিমতো সংগ্রাম করেন। ২৯ রান করেন ৫৩ বলে। মারতে পারেনিন কোনো বাউন্ডারি৷ উল্টো দুই রান আউট করিয়েছেন। ফিল্ডিংয়ে ছেড়েছেন ক্যাচ।
ছন্দ হারানো ৩৮ বয়সী মাহমুদউল্লাহর জন্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। এই সিরিজে নিজে পারফর্ম করা ও জেতা অতি জরুরি৷
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৩ মার্চ