লালমনিরহাট

লালমনিরহাটে পাগলা হাতিকে শান্ত করতে ব‌্যয় ৪ লাখ

লালমনিরহাট, ০৩ মার্চ – লালমনিরহাটে উন্মাত হওয়া হাতিকে শান্ত করে নিয়ন্ত্রণে আনতে ব‌্যয় হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। হেলিকপ্টার ভাড়া, চিকিৎসক সম্মানী ও ঔষধ ক্রয়সহ বিভিন্ন খাতে এ টাকা ব‌্যয় হয়েছে বলে জানান দি লাইনস সার্কাসের সত্ত্বাধিকারী নিরঞ্জন সরকার।

তবে উদ্ধারের পর সেই হাতিকে ট্রাকযোগে সিরাজগঞ্জে পাঠালেন দি লাইনস সার্কাসের মালিক। এ সময় হাতিটি এলাকাবাসীকে সালাম দিয়ে চোখের পানি ফেলে। এ দৃশ্য দেখে অনেকেই কেঁদে ফেলেন।

এর আগে গত সোমবার সকালে লালমনিরহাটে হস্ত কুটির শিল্প পণ্য মেলায় আনা হাতিটি হঠাৎ করে পায়ের শিকল ছিঁড়ে বেড়িয়ে জেলা শহরের সাহেব পাড়ায় তাণ্ডব শুরু করে। পরে গত মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. তপন কুমার দে-র নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এসে হাতিটিকে ২৭ ঘণ্টা পর ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করে নিয়ন্ত্রণ করেছে। এতে অবসান হয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির।

বুধবার (২ মার্চ) দুপুরে লালমনিরহাট বঙ্গবন্ধু কলোনি মাঠ থেকে ট্রাকে তোলা হয় হাতিটিকে। এ দিকে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ দাবি করেছে।

দি লাইনস সার্কাসের সত্ত্বাধিকারী নিরঞ্জন সরকার বলেন, হেলিকপ্টার ভাড়া, চিকিৎসক সম্মানী ও ঔষধ ক্রয়সহ বিভিন্ন খাতে প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ টাকা আমরা খরচ করেছি। আয়োজকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের কাছ থেকে খরচ নেয়া হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ মার্চ

Back to top button