ইউরোপ

টানা কয়েক ঘণ্টা গোলাবর্ষণে বিধ্বস্ত মারিউপোল

কিয়েভ, ০৩ মার্চ – টানা কয়েক ঘণ্টা বিরতিহীনভাবে ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর মারিউপোলে গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনারা।

এ বিষয়ে শহরটির উপ-মেয়র সার্গেই ওরলভ জানিয়েছেন, নদীর পাশে অবস্থিত শহরটির একটি অংশ পুরোপুরি ধসিয়ে দিয়েছে রুশ সেনারা। তারা আশঙ্কা করছেন এই অব্যাহত গোলাবর্ষণে কয়েকশ মানুষ মারা গেছেন।

গণমাধ্যম বিবিসিকে রাশিয়ার হামলার ব্যাপারে শহরটির উপ-মেয়র বলেন, আমরা জানি না কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের বিশ্বাস কয়েকশ মানুষ মারা গেছেন। আমরা দেহগুলো উদ্ধারও করতে পারছি না। তিনি আরও বলেন, যত অস্ত্র আছে সব নিয়ে রাশিয়ার সেনারা ঝাঁপিয়ে পড়েছে। আর্টিলারি, রকেট, বিমান সব দিয়ে হামলা করছে। ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে রাশিয়া শহরটিকে ধ্বংস করে দিতে সব ধরনের হামলা চালাচ্ছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ মার্চ

Back to top button