উত্তর আমেরিকা

২২ রুশ সামরিক সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ওয়াশিংটন, ০৩ মার্চ – ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা দেশগুলো। তারই ধারাবাহিকতায় এবার ২২টি সামরিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রাশিয়ার ওপর নতুন দফার এই নিষেধাজ্ঞা ব্লিঙ্কেন ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি।

রাশিয়ার ২২টি প্রতিষ্ঠান যেগুলো যুদ্ধ বিমান, সাঁজোয়া যান, যুদ্ধ-বিষয়ক সফটওয়্যার ও ক্ষেপণাস্ত্র তৈরিতে জড়িত সেগুলোর ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এদিকে ইউক্রেন হামলায় রাশিয়ার সহযোগী দেশ হিসেবে বেলারুশের নাম উল্লেখ করে পূর্ব ইউরোপের এই দেশটির ওপরও নিষেধাজ্ঞা দেয়ার কথা জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

ব্লিঙ্কেন বলেন, আমরা প্রযুক্তি আমদানি করার বেলারুশের ক্ষমতা বন্ধ করে দেবো। যদি যুদ্ধের প্রতি লুকাশেঙ্কোর সমর্থন অব্যাহত থাকে তবে নিষেধাজ্ঞার পরিমাণ আরও বাড়বে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ মার্চ

Back to top button