‘কাইজার’ এর শুটিং শুরু, নাম ভূমিকায় নিশো
ঢাকা, ০২ মার্চ – আবারও নতুন ওয়েবে নাম লেখালেন হালের জনপ্রিয় তারকা আফরান নিশো। অনেকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিলো ওয়েব সিরিজ ‘কাইজার’ নিয়ে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেক কথা শোনা গেলেও অবশেষে জানা গেলো নানা চমক নিয়ে সিরিজটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ ‘কাইজার’ এর নাম ভূমিকায় অভিনয় করছেন নিশো। হইচইয়ের ব্যানারে সিরিজটি পরিচালনা করছেন তানিম নূর।
আজ বুধবার থেকে রাজধানী ঢাকার একটি লোকেশনে শুরু হয়েছে এর শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন নিশোসহ আরও অনেকেই। শুধু ঢাকা নয়, এর বাইরে বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে টানা ২০ দিনের মত। নিশো ছাড়াও বাকি অন্যান্য চরিত্রে চমক থাকছে বলে জানা যায়।
এ বিষয়ে আফরান নিশোর কাছে জানতে চাইলে তিনি এখনই কিছু জানাতে রাজি হননি। পরিচালকও এখন এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
জানা যায়, ‘কাইজার’ একজন ভিডিও গেমে আসক্ত হোমিসাইড ডিটেক্টিভ। অস্বাস্থ্যকর সব অভ্যাস তার ব্যক্তি ও পেশা জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলে। আরও শোনা যায় – কাইজার নাকি রক্ত ভয় পায়!
এন এইচ, ০২ মার্চ