ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের টিকিট মিলবে ১০০ টাকায়

ঢাকা, ০২ মার্চ – বঙ্গবন্ধু বিপিএলের শেষ দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার চারেক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বিসিবি। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় এবার আর কোনো বাধা-নিষেধ থাকছে না। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে। বিষয়টি নিশ্চিত করে গতকাল বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘করোনা সংক্রমণ কমে যাওয়ায় আফগানিস্তান সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচেই শতভাগ দর্শক প্রবেশের সুযোগ থাকছে।’

ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার টি-টোয়েন্টি অভিযান। ওয়ানডে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজক ছিল বন্দরনগরী চট্টগ্রাম। তবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামীকাল প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ মার্চ। বিকাল ৩টায় শুরু হবে লড়াই। টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ ১ হাজার। বিসিবি থেকে জানানো হয়েছে, বুধবার (আজ) থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত টিকিটি বিক্রি হবে। টিকিটের দাম ধরা হয়েছে- গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, নর্থ/সাউথ স্ট্যান্ড ১৫০, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা। ম্যাচের আগের দিনের পাশাপাশি টিকিট মিলবে ম্যাচের দিনও।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০২ মার্চ

Back to top button