বেলারুশ সীমান্তে রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক বুধবার
কিয়েভ, ০২ মার্চ – যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বুধবার দ্বিতীয়দফায় বেলারুশ সীমান্তে বসবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে সংবাদমাধ্যম এমন খবর দিয়েছে।
এর আগে সোমবার বেলারুশ-ইউক্রেন সীমান্তের গোমেলে দুই পক্ষের প্রথম বৈঠক হয়েছে। এতে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় মতৈক্য হওয়ার মতো সুনির্দিষ্ট বিষয়গুলো চিহ্নিত করতে পেরেছে দুই পক্ষ।
বৈঠকের এই তথ্য নিশ্চিত করেছে, বেলারুশের রাজনীতিবিদ ইউরি ভসক্রিসেনস্কি। ইউরি ভসক্রিসেনস্কি বৈঠক আয়োজন কমিটির অন্যতম সদস্য।
প্রসঙ্গত, ইউক্রেনের অভ্যন্তরে নজিরবিহীনভাবে সেনা বৃদ্ধি করছে রাশিয়া। এরই মধ্যে রুশ সেনা সংখ্যা ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করা হয়েছে। তাছাড়াও যুক্তরাষ্ট্রের জেষ্ঠ্য সামরিক কর্মকর্তাও ইউক্রেনে রাশিয়ার ৭৫ শতাংশ সেনার উপস্থিতির কথা উল্লেখ করেছেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০২ মার্চ