আইন-আদালত

পরীমণির মাদক মামলার কার্যক্রম তিন মাস স্থগিত

ঢাকা, ০১ মার্চ – পরীমণির মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন।

এই মামলায় পরীমণিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার বিশেষ আদালত। ওই অভিযোগ গঠন বাতিল চেয়ে তিনি হাইকোর্টে এ আবেদন করেন।

এন এইচ, ০১ মার্চ

Back to top button