যুদ্ধ করতে কারাবন্দিদের মুক্তির ঘোষণা ইউক্রেনে
কিয়েভ, ০১ মার্চ – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন কারাবন্দিদের মুক্তি দেয়া হবে। সোমবার জেলেনস্কি এ ঘোষণা দেন।
জনগণকে উদ্দেশ করে জেলেনস্কি ইউক্রেনের বলেন, ‘দখলদারদের বিরুদ্ধে লড়াই করতে পারে এমন সবার অংশ নেয়া উচিত। এই সংঘাতে পুরো দেশ তার প্রতিটি মুহূর্ত উৎসর্গ করছে।’
ভাষণে জেলেনস্কি বলেন, ‘লড়াইয়ের প্রকৃত অভিজ্ঞতা আছে এমন বন্দিদের কারাগার থেকে মুক্তি দেয়া হবে। সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়া কিছু ব্যক্তির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এখন প্রধান বিষয় প্রতিরক্ষা।’
জেলেনস্কি বলেন, ‘নৈতিক দিক থেকে এই সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। কিন্তু আমাদের প্রতিরক্ষার স্বার্থে এটি গুরুত্বপূর্ণ। যখন আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেই তখন আমি বলেছিলাম দেশের প্রত্যেক মানুষ প্রেসিডেন্ট। ইউক্রেনের সবাই এখন একেকজন যোদ্ধায় পরিণত হয়েছে। আমি নিশ্চিত আমরা সবাই জিতব।’
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ মার্চ