উত্তর আমেরিকা
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাইডেনের বৈঠক সোমবার
ওয়াশিংটন, ২৮ ফেব্রুয়ারি – ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার ‘পরিস্থিতি এবং আমাদের ঐক্যবদ্ধ পাল্টা জবাব’ বিষয়ে আলোচনার জন্য সোমবার মিত্র ও অংশীদারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউস একথা জানিয়েছে।
এ বৈঠকে কারা অংশগ্রহণ করবেন প্রশাসন সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। বৈঠকটি দেশটির স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের পর বাইডেন মিত্র দেশগুলোর সাথে এ বৈঠকের ডাক দেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ ফেব্রুয়ারি