ইউরোপ

২ মার্চের মধ্যে অভিযান শেষ করার নির্দেশ পুতিনের

মস্কো, ২৮ ফেব্রুয়ারি – ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে এই হামলা শুরু হয় রাশিয়ার। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনে চলমান অভিযান বিজয়ের মাধ্যমে আগামী ২ মার্চের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকেয় দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ।
আন্দ্রেই ফেদোরভ বলেন, ইউক্রেন অভিযানে আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ। ভ্লাদিমির পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল ২ মার্চের মধ্যে বিজয়ের মাধ্যমে সামরিক অভিযান শেষ করার।

এদিকে, সামরিক অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের আকাশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল রাশিয়া।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/২৮ ফেব্রুয়ারি ২০২২

Back to top button